Student Reviews

Students Says About Graphic IT BD

Dalaim Maherban Student Of Batch -10

Completed Project on upwork

সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন। আল্লাহ রিজিকের মালিক। তিনি ইচ্ছে করলেই যে কারো মাধ্যমে আপনার আমার রিজিক নির্ধারণ করতে পারেন। হয়তোবা আজকের এই অর্জন মোঃ শাহাদাত হোসেন সজিব ভাইয়ের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মোটামোটি বেশ কয়েকজন ক্লইন্ট আমাকে নক করতেছে। একজন আপওয়ার্কে ওয়ার্ডর দিযৈই দিলো। সজীব ভাইয়াকে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনার বোঝানোর দক্ষতা এবং যখনই সমস্যায় পড়ছি তখনই ভাইয়া হোয়াটসঅ্যাপে এর সমাধান দিয়েছেন। upwork এ ১৫ ডলারের কাজটি ভাইয়ার পরামর্শে সম্পূর্ণ করতে পেরেছি। এজন্য আমি ভাইয়ার প্রতি কৃতজ্ঞ ও নমনীয়। ভাইয়ার এই প্ল্যাটফর্ম যেন শত শত শিক্ষিত বেকারের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি ভাইয়াকে যেন উন্নতির উচ্চ শিখরে আল্লাহ নিয়ে যান। ধন্যবাদ ভাইয়া। 🙌
Mahfujur Rahman Student of Batch-09

First Order on fiverr

আলহামদুলিল্লাহ ফাইবারে first অর্ডার সম্পূর্ণ করলাম, আল্লাহর রহমতে এবং নিজের চেষ্টায় এতটুকু এসেছি, কিন্তু কতটুকু যেতে পারি সেটা আল্লাহই ভাল জানেন, দোয়া করবেন সবাই যাতে এভাবে এগিয়ে যেতে পারি, Graphic ITBD Shahadat Hossain Sojib ধন্যবাদ জানাই 😌 আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুক
MD Milon Hosen Student of Batch 09

Second order

আলহামদুলিল্লাহ আপওয়ার্কে ২য় অর্ডার কমপ্লিট করলাম। ক্লাইন্ট খুশি হয়ে ৫ ডলার বোনাস দিছে। সবই সম্ভব হয়েছে প্রিয় মেন্টর শাহাদাত হোসাইন সজিব স্যার পথ নির্দেশনা। আমি সারাজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবো।
Previous
Next